শোক দিবসে পুলিশের উদ্যোগে ১৩৭৫ স্থানে দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ ১৫ আগস্ট শনিবার বাদ জোহর ও আসর বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ পুলিশের আয়োজনে সারাদেশে মোট ১৩৭৫টি স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বলে সদরদপ্তর সূত্রে জানা গেছে।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদতবরণকারী সকল সদস্যের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়। পরে স্বাস্থ্যবিধি মেনে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/১৫আগস্ট/জেবি)

মন্তব্য করুন