ইউটিউবে সাড়া ফেলেছে ‘প্রবাসী ভাবী’

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০, ১২:৫৯
অ- অ+

কোরবানির ঈদে প্রচারিত বেশ কিছু নাটক দর্শকের মনোযোগ কেড়েছে। তবে টেলিভিশনের চেয়ে দর্শক প্রাধান্য দিয়েছে অনলাইনে। আনোয়ার আজাদ ফিল্মস ইউটিউব চ্যানেলে ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছিল ‘প্রবাসী ভাবী’ নাটকটি। প্রবাস জীবনের কষ্টের পাশাপাশি প্রবাসে কর্মরত ব্যাক্তির স্বজনদের জীবনাচরণের গল্পে নির্মিত এই নাটক এরই মধ্যে ব্যাপক আলোচিত হয়েছে।

নাট্যকার বরজাহান হোসেনের রচনায় ‘প্রবাসী ভাবী’ পরিচালনা করেছেন সোয়েব সাদিক সজীব। নাটকটি ইউটিউবে মুক্তি পাওয়ার পরই বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে, যেসব দেশে কাজের সূত্রে বাংলাদেশিরা থাকেন। ইউটিউব এনালিটিক্স থেকে জানা যায়, বিশ্বের ৫৬টি দেশে নাটকটি জনপ্রিয়তা পেয়েছে।

যেখানে লাখ লাখ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলগুলো তাদের নাটকে এক থেকে পাঁচ লাখ ভিউ নিয়ে মিডিয়া মহলে হৈচৈ করে, সেখানে ‘প্রবাসী ভাবী’ নাটকটি পাঁচদিনের মধ্যে মনিটাইজেশন পেয়ে গেছে। দর্শকরা যে নাটকটি কতটা ভালো ভাবে নিয়েছেন, কমেন্টস বক্সে ঢুঁ মারলেই বোঝা যায়। নাটকটির জনপ্রিয়তার মূল কারণ এর স্পর্শকাতর গল্প।

নাটকটি দেখে এক দর্শকের মন্তব্য, ‘এখন সময় রাত ১২:৩০ মিনিট। মাত্রই নাটকটি দেখা শেষ করলাম। গভীর রাতে নাটকটি দেখে অজান্তেই চোখে পানি চলে এল। এরকম বাস্তব কাহিনি নিয়ে নাটক খুবই কম হয়।’ সজীব সরকার নামে আরেকজন লিখেছেন, ‘আমিওএকজন প্রবাসী। নাটকের শেষ অংশটুকু দেখে সত্যি চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহ্ তুমি আমাদের সকল প্রবাসী ভাই-বোনদের ভালো রেখ।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনেত্রী করেছেন শিরিন আলম, কাজী রাজু, প্রাণ রায় ও তানিন তানহাসহ অনেকে। শিরিন আলম বলেন , ‘নাটকের গল্পটি অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। প্রবাসে চলে যাওয়া একটা মানুষের পরিবারে যা হয় তার বাস্তব প্রতিফলন দেখানো হয়েছে এখানে। আমি শাশুড়ী চরিত্রে অভিনয় করেছি। এই কাজটি করতে গিয়ে উপলব্ধি করি, একজন মায়ের সন্তান প্রবাসে থাকলে কেমন অনুভূত হয়। সব মিলিয়ে গল্পটি দর্শকের মনে দাগ কাটার মতো।’

অভিনেতা কাজী রাজু বলেন, ‘কেউ ভাবে না যে প্রবাসীরা কত কষ্ট বুকে নিয়ে পরিবারের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিয়ে যাচ্ছে। যেই মেয়েটি তার পরিবার ছেড়ে যার মায়ায়, যার উপর ভরসা করে নতুন জীবনের সন্ধানে আসে, সেই ছেলেটাই বউকে রেখে পাড়ি জমায় প্রবাসে। বেশির ভাগ মানুষ প্রবাসীর বউদের অন্য দৃষ্টিতে দেখে।’

নাটকটির প্রযোজক কানাডা প্রবাসী আনোয়ার আজাদ বলেন, ‘আমার প্রযোজিত বাংলা ঈদ নাটক ‘প্রবাসী ভাবী’ গল্প নির্ভর একটি নাটক। বরাবরই আমি এমন গল্পনির্ভর নাটক ও সিনেমায় প্রযোজনা করতে আগ্রহী। এই নাটকটি নির্মাণের মধ্য দিয়ে নাট্যকার ও নির্মাতা আমাকে চমতকৃত করেছেন। তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এমন স্পর্শকাতর গল্প পেলে আরো অনেক প্রযোজনা করতে চাই।’

নাট্যকার বরজাহান হোসেন জানান, ‘প্রবাসে কোনো ব্যক্তি চলে গেলে তার পরিবার যে সকল সমস্যার সম্মুখীন হয়, তা তুলে ধরার চেষ্টা করেছি নাটকে। নাটকটি অল্প সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে, এজন্য দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।’

নির্মাতা সোয়েব সাদিক সজীব বলেন, ‘এমন গল্প ছাড়া হয়তো আমার নির্মিত এই নাটকটি এত প্রশংসনীয় হতো না। এমন গল্পনির্ভর নাটকের কাজ করতে আমি বেশি পছন্দ করি। এও স্বীকার করি যে, শিল্পীনির্ভর নয় বরং গল্পনির্ভর নাটকই দর্শকপ্রিয়তা পায়। ভবিষ্যতেও এমন ধরণের জীবনঘনিষ্ঠ গল্প ফ্রেমবন্দি করার প্রত্যয় ব্যক্ত করি।’

ঢাকাটাইমস/১৬আগস্ট/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা