পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যৃ হয়েছে। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে আজিজুল হক (৫৫) ও বজলুল হকের ছেলে রাব্বি (১৩)। সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টায় বাড়ির পাশে পুকুর পাড়ে বিদ্যুতের তারে হাত দেয় রাব্বি। এসময় সে বিদ্যুতায়িত হয়। তাকে উদ্ধার করতে গিয়ে চাচা আজিজুল হকও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া বিদ্যুৎস্পৃষ্টে দুজন মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৬আগস্ট/এলএ)

মন্তব্য করুন