বিরিয়ানির দোকানদার মোশাররফের প্রেমে প্রভা

জনপ্রিয় চাঁন বিরিয়ানির মালিক তারা মিয়া। তার সঙ্গে টেক্কা দিয়ে চাঁন বিরিয়ানির ঠিক উল্টা পাশে বাদশা মিয়া চালু করেছেন নিউ চাঁন বিরিয়ানি। তারা মিয়া ও বাদশা মিয়া সম্পর্কে চাচাতো ভাই। দোকান নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা লেগেই থাকে। একজন আরেকজনকে একেবারেই সহ্য করতে পারেন না।
শুধু তারা মিয়া আর বাদশা মিয়াই নয়, তাদের মায়েরাও আয়োজন করে নিয়মিত ঝগড়া করে। কিন্তু দুই পরিবারের এই রেষারেষির মধ্যেও উঁকি দেয় ভালোবাসা। বাদশা মিয়ার ছোট বোন হোসনে আরা পছন্দ করে চাঁন মিয়াকে। চাঁন মিয়ারও মনে মনে ভালো লাগে হোসনে আরাকে। নানা কৌশলে চলে তাদের প্রেমপর্ব।
কিন্তু দুই পরিবারের দোকান নিয়ে প্রতিযোগিতা আর ঝগড়ার মধ্যে চাঁন মিয়া এবং হোসনে আরার প্রেমের কী পরিণতি হয়, তা দেখা যাবে টেলিভিশনের পর্দায়। কারণ এটি পর্দার গল্প। সম্প্রতি এমনই মজার গল্পে নির্মিত হয়েছে নাটক ‘চাঁন বিরিয়ানি’। সেখানে চাঁন মিয়া চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং হোসনে আরা চরিত্রে সাদিয়া জাহান প্রভা।
নাটকটি রচনা করেছেন রিজওয়ান খানেএবং পরিচালনা করেছেন কায়সার আহমেদ। মোশাররফ করিম-প্রভা ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আরফান আহমেদ, তানিয়া বৃষ্টি, সাজু খাদেম, রোবেনা রেজা জুঁই, আবুল হায়াত, মনিরা মিঠু ও শিল্পী সরকার অপুসহ অনেকে। নাটকটি শিগগিরই একটি বেরসকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
ঢাকাটাইমস/২২আগস্ট/এএইচ

মন্তব্য করুন