‘মৃণাল হকের শিল্পকর্ম তাকে অমর করে রাখবে’

খ্যাতিমান ভাস্কর মৃণাল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
এক শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর কৃতিসন্তান মৃণাল হকের শিল্পকর্ম তাকে চিরদিন অমর করে রাখবে।’
শাহরিয়ার আলম মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
খ্যাতিমান ভাস্কর মৃণাল হক শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে গুলশানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
(ঢাকাটাইমস/২২আগস্ট/এনআই/জেবি)

মন্তব্য করুন