ভারতীয় ক্রিকেটারদের গাড়ি উপহার দিতে চেয়েছিল দাউদ ইব্রাহিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ১১:০৫| আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১১:৩৬
অ- অ+

সালটা ১৯৮৬৷ শারজায় বাইশ গজে ভারত-পাকিস্তান লড়াই৷ ভারতীয় ড্রেসিংরুমে সটান ঢুকে পড়লেন ‘আন্ডারওয়ারলড ডন’ দাউদ ইব্রাহিম৷ পরের দিনই অস্ট্রেলিয়া-এশিয়া কাপের ফাইনাল৷ পাকিস্তানকে হারাতে পারলে প্রত্যেক ভারতীয় ক্রিকেটার দামি গাড়ি দেওয়ার প্রস্তাব দিয়েছিল দাউদ৷ যদিও কুখ্যাত ডনের প্রস্তাবে সেদিন সারা দেননি ভারতীয় ক্রিকেটাররা৷ শুধু তাই নয়, দাউদকে ড্রেসিংরুম থেকে বের করে দিয়েছিলেন তৎকালীন ভারত অধিনায়ক কপিল দেব৷

ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জিততে পারলে ভারতীয় দলের প্রত্যেক ক্রিকেটারকে টয়োটা গাড়ি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল দাউদের তরফে৷ ভারতীয় দলের কোনো ক্রিকেটারই দাউদের প্রস্তাবে রাজি হয়নি৷ বছর সাতেক আগে প্রাক্তন ভারত অধিনায়ক তথা সে সময় ভারতীয় দলের অন্যতম সদস্য দিলীপ ভেঙ্গ সরকার দাবি করেছিলেন, ম্যাচের একদিন আগে দাউদ দলের ড্রেসিংরুমে ঢুকে বলেছিল পাকিস্তানকে হারিয়ে শারজায় অস্ট্রেলিয়া-এশিয়া কাপ জিতলে প্রতিটি খেলোয়াড়কে টয়োটা গাড়ি দেওয়া হবে৷

ভেঙ্গ সরকারের দাবি, দাউদকে একজন বিখ্যাত ব্যবসায়ী হিসেবে তাদের সঙ্গে পরিচয় করিয়েছিলেন অভিনেতা মাহমুদ৷ তবে দাউদ যখন ভারতীয় ড্রেসিংরুমে ঢুকেছিল, তখন ড্রেসিংরুমে ছিলেন না অধিনায়ক কপিল দেব৷ তিনি বলেছিলেন, ‘অভিনেতা মাহমুদ ছিলেন আমাদের ড্রেসিংরুমে। কপিল দেব তখন ড্রেসিংরুমে ছিল না৷ কারণ তখন কপিল সংবাদিক বৈঠকে গিয়েছিল। দাউদের সঙ্গে আমাদের পরিচয় করে দিয়েছিলেন অভিনেতা মাহমুদ৷’

তিনিও আরও বলেছিলেন, ‘কেউ তাকে চিনতে পারিনি৷ তবে আমি ওর ছবিগুলো দেখেছিলাম। মাহমুদ আমাদের সঙ্গে দাউদের একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মাহমুদ বলেছিলেন যে, ও আমাদের জন্য পুরস্কার ঘোষণা করতে চান। আমরা আগামীকাল পাকিস্তানকে হারাতে পারলে সবাইকে একটি করে দামি গাড়ি দেবে।’ সে সময় ভারতীয় দলের ম্যানেজার ছিলেন জয়ওয়ান্ত লেলে৷

কপিল জানতেন না কে ছিলেন এই অপরিচিত ব্যক্তি! এই ঘটনার কথা জানিয়ে কপিল বলেছিলেন, ‘ঘটনার কথা আমার এখনও মনে রয়েছে৷ শারজায় একবার আমাদের ড্রেসিরুমে একজন অপরিচিত ব্যক্তি ঢুকে ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে চেয়েছিল৷ কিন্তু আমি তৎক্ষণাৎ তাকে ড্রেসিংরুম থেকে বেড়িয়ে যেতে বলি৷ যদিও সে কথা না-বাড়িয়ে বেড়িয়ে গিয়েছিল৷’

ভারতকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া অধিনায়ক আরও জানিয়েছিলেন, ‘আমার নির্দেশের পরই ড্রেসিংরুম থেকে বেড়িয়ে গিয়েছিল৷ পরে অনান্যরা আমায় বলে, ও ছিল বোম্বের কুখ্যাত ডন দাউদ৷’ যদিও ফাইনাল ম্যাচটি জেতেনি ভারত৷ কারণ রোমাঞ্চকর সেই ম্যাচের শেষ বলে চেতন শর্মাকে ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ট্রফি জিতিয়েছিলেন জাভেদ মিয়াঁদাদ৷

(ঢাকাটাইমস/২৩ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআর সংস্কার অধ্যাদেশ দুই মাসের জন্য স্থগিত, আন্দোলনও স্থগিতের ইঙ্গিত  
বনে বসবাসকারীদের বিরুদ্ধে করা ১২৯ মামলা প্রত্যাহার: উপদেষ্টা রিজওয়ানা হাসান
জনগণ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেখতে পাবে: প্রত্যাশা তারেক রহমানের
সাবেক মেয়র আইভী রিমান্ডে, আরও দুই মামলায় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা