ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ১১:৪৯| আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৩:০৩
অ- অ+

নাইজেরিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসানকে ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শামীম আহসান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) একাদশ ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি কুয়েত, দোহা, নাইরোবি, রোম এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।

নাইজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে শামীম আহসান নিউইয়র্কে বাংলাদেশ কনসুল জেনারেলের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ইউরোপ বহিঃপ্রচার অনুবিভাগ (এক্সটার্নাল পাবলিসিটি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন শামীম আহসান।

কূটনীতিক জীবনে শামীম আহসান বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ বহুসংখ্যক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে নিরাপত্তা, কৌশল ও উন্নয়ন বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কোর্সও (এনডিসি) সম্পন্ন করেছেন।

শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব কুয়েত থেকে আরবি ভাষাবিষয়ক কোর্সও সম্পন্ন করেন।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এনআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আধাঘণ্টার ব্যবধান: মোহাম্মদপুরে ফটোগ্রাফার, হাজারীবাগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাতে খুন
বিচারপতি আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোআ অনুষ্ঠিত
ইয়েমেনের দুই বন্দরে ইসরায়েলের বিমান হামলা
চাঁদপুরে পুলিশ কর্মকর্তার চুরি যাওয়া অস্ত্র ঢাকায় উদ্ধার, আটক ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা