ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৩:০৩ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ১১:৪৯

নাইজেরিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মো. শামীম আহসানকে ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

শামীম আহসান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) একাদশ ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি কুয়েত, দোহা, নাইরোবি, রোম এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।

নাইজেরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে শামীম আহসান নিউইয়র্কে বাংলাদেশ কনসুল জেনারেলের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ইউরোপ বহিঃপ্রচার অনুবিভাগ (এক্সটার্নাল পাবলিসিটি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেন শামীম আহসান।

কূটনীতিক জীবনে শামীম আহসান বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ বহুসংখ্যক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে নিরাপত্তা, কৌশল ও উন্নয়ন বিষয়ে ন্যাশনাল ডিফেন্স কোর্সও (এনডিসি) সম্পন্ন করেছেন।

শামীম আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব কুয়েত থেকে আরবি ভাষাবিষয়ক কোর্সও সম্পন্ন করেন।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এনআই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :