খুলে দেওয়া হচ্ছে খাগড়াছড়ির প্রধান পর্যটনকেন্দ্রগুলো

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ আগস্ট ২০২০, ১৫:০২ | প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ১৪:৫৫

পার্বত্য জেলা খাগড়াছড়ির চারটি প্রধান পর্যটনকেন্দ্র শর্তসাপেক্ষে দীর্ঘ পাঁচ মাস পর আগামী ২৮ আগস্ট সীমিত পরিসরে খুলে দেওয়া হবে। গত রবিবার জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণ প্রতিরোধ গঠিত জেলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র পাবর্ত্য জেলা পরিষদ পার্ক, আলুটিলা, রিছাং ঝর্ণা ও মায়াবিনী লেক পর্যটকদের জন্য শর্তসাপেক্ষে উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হলো।

পর্যটনকেন্দ্রে প্রবেশের শর্তগুলোর মধ্যে রয়েছে, প্রতিটি পর্যটকের মাস্ক পরিধান, প্রবেশমুখে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বা হাত জীবাণুমুক্ত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং অসুস্থ অবস্থায় পর্যটনকেন্দ্রে না আসা।

পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ার খবরে স্বস্তি প্রকাশ করেছেন, খাগড়াছড়ি হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া ও সাধারণ সম্পাদক অনন্ত বিকাশ ত্রিপুরা। তারা স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটকদের খাগড়াছড়িতে স্বাগত জানিয়েছেন।

প্রসঙ্গত, করোনা ছড়িয়ে পড়ার পর গত ১৮ মার্চ খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে আনুষ্ঠানিকভাবে সাজেকের হোটেল, রিজোর্ট, কটেজ ও রেস্তোরাগুলো বন্ধ থাকে ২১ মার্চ থেকে। সেই থেকে খাগড়াছড়ি ও সাজেকের সবকটি পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :