বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ কৃষকলীগের কর্মসূচি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কৃষকলীগ ঝিনাইদহ শাখা। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমি চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভা শেষে এতিম শিশুদের মাঝে ফল বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকলীগের সভাপতি সাজেদুল ইসলাম সোমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আশরাফুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষকলীগের উপদেষ্টা মণ্ডলী পরিষদের সাবেক সদস্য ও ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ সাগিরুজ্জামান শাকীক।
সভায় আরও বক্তব্য দেন- জেলা কৃষ লীগের সহসভাপতি ইউনুস আলী জোয়ার্দ্দার, যুগ্ম সম্পাদক এসএম উজ্জল, সাংগঠনিক সম্পাদক রাজিব হাসান রাজু, অর্থ সম্পাদক আব্দুল খালেক সাগরসহ অন্যান্যরা।
বক্তারা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।
(ঢাকাটাইমস/২৫আগস্ট/পিএল)

মন্তব্য করুন