দুষ্কৃতকারীদের হামলায় মারা গেলেন রায়নার ভাই

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২০, ১০:০৪| আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২
অ- অ+

আইপিএল না খেলে সুরেশ রায়না দেশে ফেরার কারণ হিসেবে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছিলেন৷ দুষ্কৃতি হামলায় কাকার মৃত্যু সংবাদ পেয়ে দেশের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের ভাইস-ক্যাপ্টেন৷ আর সেই দুষ্কৃতি হামলায় মঙ্গলবার মৃত্যু হল কাকা’র বড় ছেলের৷ এদিন পাঞ্জাব পুলিশের তরফে রায়নার চাচাতো ভাইয়ের মৃত্যুর খবর জানানো হয়৷

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার এই ভাই পাঞ্জাবের পাঠানকোটের একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন৷ তার স্বজনরা ডাকাতদের দ্বারা আক্রান্ত হওয়ার কয়েকদিন পরে রায়নার ভাইয সোমবার হাসপাতালে মারা যান৷

পাঞ্জাব পুলিশ এই হামলার তদন্তের জন্য একটি চার সদস্যের বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে। মঙ্গলবার এই ঘটনার তদন্তের দাবিতে রায়না টুইট করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কাকার পরিবারের বাকিরা৷

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংও ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটারকে আশ্বাস দিয়েছেন, এই নৃশংস হামলার পিছনে যারা রয়েছে, তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। ২০ আগস্টের মধ্যরাতে পাঠানকোটের থড়িয়াল গ্রামে ডাকাতদের দ্বারা আক্রান্ত হয় রায়নার কাকা’র পরিবার৷

স্থানীয় পুলিশ জানায়, কুখ্যাত “কালে কছেছেলা” গ্যাংয়ের তিন থেকে চার সদস্য বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্য ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে। মাথায় গুরুতর আঘাত পেয়ে বাড়িতেই মারা যান রায়নার করা অশোক কুমার (৫৮)৷ বাকিদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু পাঠানকোটের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) গুলনিত সিং খুরানা জানিয়েছেন, সোমবার রাতে অশোকবাবুর বড় ছেলে কুশল কুমারও মারা গিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অশোকের স্ত্রী আশা দেবী এবং তাদের দ্বিতীয় পুত্র আপিন (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন৷ ছোট ছেলের চিবুকে অস্ত্রোপচার করা হয়েছে৷ তবে অশোকের মা সত্য দেবীকে (৮০) হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০২ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে: ড. মঈন খান
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা