রাজধানীতে বৈদ্যুতিক খুঁটির অবৈধ ক্যাবল অপসারণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার নয়টি বৈদ্যুতিক খুঁটির অবৈধ ক্যাবল অপসারণ করা হয়েছে। পাশাপাশি সড়কে অবৈধভাবে মোটরসাইকেল রাখার দায়ে দুজন মোটরসাইকেল চালককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার ডিএসসিসির চানখারপুল ও বঙ্গবাজার এলাকায় অবৈধ ক্যাবলের বিরুদ্ধে অভিযানের ১৭তম দিনে এ জরিমানা ও ক্যাবল অপসারণ করা হয়।
ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান অভিযানটির নেতৃত্ব দেন।
অভিযানের বিষয়ে ডিএসসিসি জানায়, অবৈধ ক্যাবলের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। এছাড়াও নগর ভবনের সামনের রাস্তা থেকে মঙ্গলবার লেগুনা স্ট্যান্ডটি নগর ভবনের পূর্ব পাশে অস্থায়ীভাবে স্থানান্তর করা হয়েছে। বুধবার সেই এলাকাও পরিদর্শন করে নগর কর্তৃপক্ষ। আগের লেগুনা স্ট্যান্ডে কাউকে দাঁড়িয়ে যাত্রী ওঠা-নামা করাতে কিংবা যাত্রী নেয়ার জন্য অবস্থান করতে দেখা যায়নি বলে জানায় ডিএসসিসি।
ডেঙ্গু দমন অভিযান
ডিএসসিসি এলাকায় ডেঙ্গু দমন অভিযানের ১৩তম দিনে একটি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় স্থাপনা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ডিএসসিসির নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল।
করপোরেশনের অঞ্চল-১ এর ২০ নম্বর ওয়ার্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মশার প্রজননস্থল চিহ্নিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ২৩টি স্থাপনা পরিদর্শন করে নগর কর্তৃপক্ষ। এ সময় একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় স্থাপনা মালিকের বিরুদ্ধে একটি মামলা করা হয় এবং তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/কারই/কেএম)

মন্তব্য করুন