বোল্টের গতি তোপে স্ট্যাম্প ভেঙে দুই টুকরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৮
অ- অ+

‘‌ক্লিন বোল্ড’‌ নাকি ‘‌ক্লিন বোল্ট’‌? অন্তত ট্রেন্ট বোল্টের বোলিং অ্যাকশন দেখে বোধ হয় সবার দ্বিতীয় উপমাটাই মনে ধরবে। আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ান্সের অনুশীলনের সময় দলের নতুন সদস্য ট্রেন্ট বোল্টের একটা ডেলিভারির ধাক্কায় মিডল স্ট্যাম্প ছিটকে উঠে দুটুকরো হয়ে গেল।

পূর্ণ রানআপ নিয়ে বল ছোড়ার সময় একটু বেশি জোর দেন বোল্ট। আর তাতেই টুকরো হয়ে যায় স্ট্যাম্প। বোল্টের ওই অসাধারণ বোলিং দেখে বিস্ময়ে হতবাক ঘটনাস্থলে উপস্থিত থাকা দলের হেড কোচ মাহেলা জয়বর্ধনে‌ও। দলের পুরো অনুশীলনই তাঁর তত্ত্বাবধানেই চলছে। টুইটারে বোলিংয়ের সেই ফুটেজ পোস্ট করে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি বোল্টকে প্রশংসায় ভরিয়ে দিয়ে লিখেছে, ‘‌ক্লিন বোল্ট!‌ ট্রেন্ট এসে গিয়েছে।’‌

গত বছর ডিসেম্বরে হওয়া আইপিএল নিলামে বোল্টকে কিনেছে মুম্বাই। দলের আরেক তারকা বোলার লসিথ মালিঙ্গা এ বছর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন। পুরো আইপিএল ইতিহাসেই মালিঙ্গা এ পর্যন্ত সবচেয়ে সফল বোলার। তবে বোল্ট সেই অভাব সম্পূর্ণ পুষিয়ে দেবেন বলেই মনে করছে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক বছরে কী করেছে উপদেষ্টা রিজওয়ানা হাসানের মন্ত্রণালয়
এই মুহূর্তে নির্বাচন হচ্ছে পুরো সংস্কার সম্পন্ন করার শান্তিপূর্ণ পথ: সাকি
ভাঙ্গা টোল প্লাজায় ১৪ কেজি গাঁজাসহ মাদক করবারি গ্রেপ্তার
পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারাল বাংলাদেশ, তৃষ্ণার হ্যাটট্রিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা