মানিকগঞ্জে পৃথক যৌতুক মামলায় তিনজনের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ২২:২৪
অ- অ+

মানিকগঞ্জে পৃথক দুুটি যৌতুক ও নারী নির্যাতন মামলায় তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছে। সোমবার বিকালে মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আলী হোসাইন আসামিদের অনুপস্থিতিতে রায় দুটি ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের জব্বার আলী ও তার স্ত্রী শিল্পী খাতুন এবং সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের লুৎফর রহমান।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে কৌসুলি একেএম নুরুল হুদা রুবেল জানান, দণ্ডপ্রাপ্ত আসামি জব্বার আলীর সাথে ২০১১ সালে দৌলতপুর উপজেলার জিয়নপুর গ্রামের পবন ঢালির মেয়ে লিপি বেগমের বিয়ে হয়। বিয়ের পর ১ লক্ষ টাকা যৌতুকের জন্য লিপিকে তার স্বামী জব্বার ও তার সতিন শারীরিকভাবে নির্যাতন করে। পরে লিপি বেগম ২০১৬ সালে মামলা করেন। ওই মামলায় আদালতে দোষী প্রমাণিত হওয়ায় বিচারক আসামি জব্বার আলীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

অপর আসামি শিল্পী খাতুনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

অপরদিকে সাটুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের চায়না বেগম তার স্বামী একই উপজেলার হরগজ গ্রামের লুৎফর রহমানের বিরুদ্ধে ৫০ হাজার টাকা যৌতুকের দাবি ও নির্যাতনের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আদালতে দোষী প্রমাণিত হওয়ার লুৎফর রহমানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ড প্রদান করেন।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই: ফয়েজ আহমদ তৈয়্যব
২১ মে থেকে পুনরায় ফ্লাইট চালু করছে নভোএয়ার
স্বাধীনতার পতাকা নিয়ে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা