ভয়ে রাসেলকে বলই করতে চান না কুলদীপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৪
অ- অ+

আন্দ্রে রাসেলকে নেটে বল করতে চান না কলকাতা নাইট রাইডার্সের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ক্রিজে ব্যাট হাতে বোলারের রাতের ঘুম কেড়ে নেন ‘ক্যারিবিয়ান দৈত্য’। চার-ছক্কার ফোয়ারা ছোটান।

নেটেও একইরকম বিধ্বংসী মেজাজে থাকেন রাসেল। আর তাই কেকেআর-এর প্রাণভোমরাকে বল করতে রীতিমতো ভয় পান কুলদীপ। রাসেলের ব্যাট থেকে ছিটকে আসা বল যদি আঘাত করে, সেই আশঙ্কায় নেটেও ওয়েস্ট ইন্ডিজের তারকাকে বল করতে চান না ভারতের এই স্পিনার।

কুলদীপ বলেছেন, ‘নেট সেশনেও আমি রাসেলকে বল করতে চাই না। কারণ নেটে বড় শট খেলার সময়ে সত্যিই খুব ভয় লাগে। ব্যাট-বলে ঠিকঠাক না হলে সরাসরি এসে লাগতে পারে বোলারের শরীরে।’

রাসেল থাকার সুবিধাও অনেক। তিনি আছেন বলেই সংযুক্ত আরব আমিরাতে আত্মবিশ্বাসে ফুটতে ফুটতে মাঠে নামবে কেকেআর। ওয়েস্ট ইন্ডিয়ান তারকার সঙ্গে অনুশীলন করলে শেষের ওভারগুলোয় বল করার কৌঁশল রপ্ত করতে পারেন একজন বোলার।

কুলদীপ বলছেন, ‘রাসেলের বিরুদ্ধে বল করা কঠিন। নেটে ওকে বল করলে অনেক অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়। শেষের ওভারগুলোয় বিগ হিটারের বিরুদ্ধে কীভাবে বল করতে হবে, সে সম্পর্কে একটা ধারণা তৈরি করা যায়। রাসেল অন্যতম সেরা টি-টোয়েন্টি প্লেয়ার। ওকে দলে পাওয়ায় আমরাও নিজেদের ভাগ্যবান বলেই মনে করি।’

এবারের টুর্নামেন্টেও রাসেলকে সামনে রেখেই পরিকল্পনা তৈরি করছে কেকেআর ম্যানেজমেন্ট।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা