এলপিএলের নিলামে ‘৫’ টাইগার ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১২:১৯
অ- অ+

লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসরের নিলামে সাকিব আল হাসান ছাড়াও আরও চার বাংলাদেশি ক্রিকেটার ডাক পাচ্ছেন। তারা হলেন- তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম ও রুবেল হোসেন।

সাকিব নিলামে ডাক পাচ্ছেন, তা জানা গিয়েছিল আগেই। শ্রীলঙ্কান গণমাধ্যম এবার নিলামের তালিকায় থাকা ক্রিকেটারদের সম্ভাব্য তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছে আরও ৪ জন বাংলাদেশি ক্রিকেটার।

ব্যাটসম্যান হিসেবে নিলামে থাকছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মুশফিকুর রহিম আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কোটায়। সাকিবের মত অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ। পেসারদের মধ্যে আছেন রুবেল হোসেন। এদের মধ্যে মিরাজ ও রুবেলের বিপিএল ব্যতীত কোনো লিগে খেলার অভিজ্ঞতা নেই।

এলপিএল মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ছোট পরিসরের এই টুর্নামেন্টের ম্যাচগুলো ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হল- রানগিরি ডাম্বুলা স্টেডিয়াম, পাল্লেকেলে স্টেডিয়াম ও মাহিন্দারাজাপক্ষে স্টেডিয়াম। কলম্বো, কেন্ডি, গল, ডাম্বুলা ও জাফনা শহরের প্রতিনিধিত্ব করে মোট ৫টি দল আসরে অংশ নেবে। প্রতিটি দল ৬ জন করে বিদেশি ক্রিকেটারকে দলভুক্ত করতে পারবে। সেই হিসেবে মোট ৩০ জন বিদেশি ক্রিকেটার এলপিএলে অংশ নেবেন।

এর আগে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) আয়োজনে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ বা এসএলপিএল নামের একটি লিগ মাঠে গড়ালেও নানা বিতর্ক ও সমালোচনায় এই টুর্নামেন্ট অব্যাহত থাকেনি। এবার তাই বেশ পরিবর্তন ও সংশোধন এনে নতুন করে টি-টোয়েন্টি লিগের দিকে ঝুঁকেছে শ্রীলঙ্কা। এলপিএলের প্রথম আসর শুরু হবে ১৪ নভেম্বর, শেষ হবে ৬ ডিসেম্বর। তার আগে ১ অক্টোবর অনুষ্ঠিত হবে নিলাম।

(ঢাাকাটািইমস/১৮ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা