দক্ষিণ আফ্রিকায় আরও এক বাংলাদেশি হত্যা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৮:২৮| আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৭
অ- অ+

দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেইট প্রদেশে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বেলাল হোসেন ভূঁইয়া (৩৩) নামে আরও এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাত ২টার দিকে আফ্রিকার বেথোলি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত বেলাল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দৌলতপুর গ্রামের মৃত তোফায়েল আহমদের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। এ নিয়ে গত তিন দিনের ব্যবধানে দেশটিতে সন্ত্রাসীদের হাতে নোয়াখালীর দুই যুবক নিহত হয়েছেন।

নিহতের পরিবার জানায়, জীবিকার সন্ধানে গত ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকায় যায় বেলাল হোসেন। সেখানে গিয়ে প্রথমে চাকরি করলেও পরে ফ্রি স্টেইট প্রদেশের বেথোলি এলাকায় নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি। এরই মাঝে কয়েকবার দেশেও এসেছিলেন বেলাল। সবশেষ গত ৩ বছর আগে পুণ:রায় আফ্রিকায় ফিরে যান তিনি।

নিহতের বড় ভাই হারুন মাস্টার জানান, শুক্রবার সকাল ৭টার দিকে বেলালের পার্শ্ববর্তী বাংলাদেশি ব্যবসায়ী সালাউদ্দিন তাকে কল করে জানান, রাতে একদল সন্ত্রাসী বেলালের দোকানের সামনের অংশ ভেঙে ভেতরে ঢুকে মালামাল লুট করতে থাকে। এসময় দোকানের পেছনের কক্ষে ঘুমে থাকা বেলাল বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীদের বাধা দিলে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই বেলালের মৃত্যু হয়।

এদিকে বেলালের মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

এর আগে গত সোমবার রাত ৯ টার দিকে দক্ষিণ আফ্রিকার নিউ ক্যাসেল শহরের ওসোজানী বক্স সেন্টারের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার শিমুলিয়া এলাকার আরেক যুবক জাহাঙ্গীর হোসেন।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা