অনুরাগকে কেন ‘নির্বোধ’ বললেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭
অ- অ+

সোশ্যাল মিডিয়ার ‘রণভূমিতে’ বিরাম নেই বাগযুদ্ধের। প্রায় প্রতিদিনই নয়া মাত্রা যোগ হচ্ছে অভিনেত্রী কঙ্গনা রানাউত বনাম বলিউড তরজায়। তারই ধারাবাহিকতায় কঙ্গনারই করা এক টুইটের সূত্র ধরে তাকে ভারতের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গিয়ে চিনের সেনাদের পিছু হটিয়ে দেশকে রক্ষা করার ‘উপদেশ’ দিয়ে কটাক্ষ করেন পরিচালক অনুরাগ কাশ্যপ। তারই জবাবে পাল্টা টুইটে অনুরাগকে ‘নির্বোধ’ আখ্যা দিয়েছেন কঙ্গনা। বলেছেন, তিনি সীমান্তে গেলে অনুরাগও যেন পরের বার অলিম্পিক্‌স-এ নাম লেখান।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ঘিরে প্রথম দিন থেকেই ঝড় তুলছে কঙ্গনার টুইট। তরজা চলেছে। শুরু হয়েছে বিতর্কও। সেই রেশ টেনেই টুইট যুদ্ধে জড়ালেন কঙ্গনা-অনুরাগ। গেল বুধবার এক টুইটে কঙ্গনা লিখেছিলেন, ‘আমি একজন ক্ষত্রিয়। গর্দান দিতে পারি, কিন্তু মাথা নিচু করতে পারব না। দেশের সম্মানের স্বার্থে সব সময়েই মুখ খুলব। আত্মসম্মানের সঙ্গে বেঁচে এসেছি এবং গর্বের সঙ্গে জাতীয়তাবাদী হয়েই বেঁচে থাকব। কখনোই নিজের নীতির সঙ্গে আপস করব না।’

সেই টুইটের জবাবে কটাক্ষ ছুড়ে অনুরাগ লেখেন, ‘বোন, তুমি একাই! একমাত্র মণিকর্ণিকা! চার-পাঁচ জনকে সঙ্গে নিয়ে চিনের সঙ্গে লড়াই করো। দেখো চিন দেশের কতটা ভেতরে ঢুকে পড়েছে। দেখিয়ে দাও তাদেরও যে, যখন তুমি রয়েছো, তখন কেউ ভারতের এক চুলও ক্ষতি করতে পারবে না! তোমার বাড়ি থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওই অঞ্চলে পৌঁছাতে মাত্র একদিন সময় লাগে। যাও বাঘিনী।’

এই কটাক্ষের জবাবে কঙ্গনার পাল্টা টুইট, ‘ঠিক আছে, আমি সীমান্তে যাচ্ছি। আপনিও সামনের বছর অলিম্পিক্‌স-এ চলে যান, দেশের স্বর্ণপদক প্রয়োজন। আপনি তো দেখছি রূপকেও আক্ষরিক অর্থ খুঁজছেন। এত নির্বোধ হয়ে গেলেন কবে থেকে? আমরা যখন বন্ধু ছিলাম, তখন তো বেশ বুদ্ধিমান ছিলেন!’ এর পরে অবশ্য চুপ করে থাকেননি অনুরাগও। তার টুইট, ‘বোনটি, তোমার জীবনটাই এখন রূপকের রূপ নিয়েছে!’ সঙ্গে রাজনৈতিক খোঁচাও জুড়ে দেন তিনি।

এরপর এই তর্কে ইতি টানার পক্ষেই সওয়াল করেন কঙ্গনা। আলাদা একটি টুইটে তিনি লেখেন, ‘আমাকে হয়তো অনেকের খুব লড়াকু মনে হতে পারে। তবে তা একেবারেই সত্যি নয়। কখনো কোনো যুদ্ধ আমি নিজে থেকে শুরু করিনি। যদি তেমনটা কেউ প্রমাণ করতে পারে, আমি টুইটার ছেড়ে দেব। আমি কখনো লড়াই শুরু করি না, তবে শেষ করি। ভগবান কৃষ্ণ বলেছেন, কেউ যদি যুদ্ধ চায়, তাহলে প্রত্যাখান করতে নেই।’

এর আগে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী ও কংগ্রেস নেত্রী ঊর্মিলা মাতণ্ডকরকে ‘সফট পর্ন অভিনেত্রী’ বলে কটাক্ষ করেন কঙ্গনা। তাতে অবশ্য পার পাননি ‘কুইন’ খ্যাত এই নায়িকা। কঙ্গনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তোপ দাগেন বলিউডের বহু তারকা এবং নেটিজ়েনদের একাংশ। তার প্রেক্ষিতে শুক্রবার কৃতজ্ঞতা জানিয়ে ঊর্মিলা লেখেন, ‘আমার পাশে দাঁড়ানোর জন্য ‘ভারতবর্ষের প্রকৃত নাগরিকদের’ ধন্যবাদ।’

ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা