করোনা জব্দ করবে অতিবেগুনি রশ্মি!

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৫| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮
অ- অ+

মহামারি করোনাভাইরাসে স্তব্ধ গোটা বিশ্ব। এই অবস্থায় ভাইরাসটিকে অতিবেগুনি রশ্মি জব্দ করবে বলে অভিনব দাবি করলেন জাপানের একদল বিজ্ঞানী।

সেদেশের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দাবি, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের রশ্মির সাহায্যে করোনাকে জব্দ করা যাচ্ছে।

গবেষক দলের এক বিজ্ঞানী হিরোকি কিতাগাওয়া জানান, পরীক্ষাটি করা হয়েছে ইউভিসি ল্যাম্পের সাহায্যে। একটি প্লেটে ভাইরাস মিশ্রিত দ্রবণের উপর অতিবেগুনি রশ্মি প্রয়োগ করে দেখেন গবেষকরা।

বিজ্ঞানীদের পর্যবেক্ষণ, মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই ৯৯.৭ শতাংশ করোনাভাইরাস নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।

জাপানের বিজ্ঞানীদের দাবি, ২২২ ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মি মানুষের চোখ অথবা ত্বকের কোনো ক্ষতি করে না।

তবে গবেষকরা জানিয়েছেন, এই তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি রশ্মির কার্যকারিতা ও নিরাপত্তার বিষয়টি সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন। তারপরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব হবে। এখনো পর্যন্ত পরীক্ষা যা হয়েছে তা কেবল ভিট্রো কার্যকারিতার।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম প্রাদুর্ভাব ঘটে কোভিড-১৯-এর। পরবর্তীকালে সেখান থেকেই ভয়ংকর সংক্রামক করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারি রূপে দেখা দিয়েছে। গোটা বিশ্ব উন্মুখ রয়েছে এই ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় অনুসন্ধানের বিষয়ে। এখন দেখার ভাইরাস দমনে অতিবেগুনি রশ্মির এই কার্যকারিতা সম্পর্কে শেষ পর্যন্ত গবেষকরা নিঃসংশয় হতে পারেন কি না।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা