পঞ্চগড়ে নিখোঁজের একদিন পর মাদ্রাসাছাত্রের লাশ

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২০, ১২:০১| আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ১২:০৪
অ- অ+

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর মিজান (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় মিজান।

রবিবার সকালে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি এলাকায় করতোয়া নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়।

মিজান একই এলাকার মিলনের ছেলে এবং বগুড়ার সান্তাহার উপজেলার কাশেমীয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ শেষ করা ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার দুপুরে মিজান তার সহপাঠীদের নিয়ে পেড়ালবাড়ি করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে মিজান পানিতে ডুবে যায়। সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয়রা এসে নদীতে খোঁজ করলেও মিজানকে আর পাওয়া যায়নি।

বিকালে রংপুর থেকে ডুবুরিদের দল এসে সন্ধান কাজ শুরু করে। রাত হয়ে গেলেও মিজানের খোঁজ পাওয়া যায়নি। পরে রবিবার সকালে মৃতদেহটিকে স্থানীয়রা ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২০সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে তিন দিনের আলোচনা শেষ, আশাবাদী বাংলাদেশ
মিটফোর্ডের ঘটনায় ভাষা হারিয়ে ফেলিছি, আমরা লজ্জিত: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা