সিনিয়র সচিব হলেন রউফ তালুকদার ও দিলওয়ার বখত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৬:২১| আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৬

প্রশাসনের দুজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
ওই আদেশ থেকে জানা যায়, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদারকে সিনিয়র সচিব করে তাকে আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে। ৩১ অক্টোবর থেকে তার এই পদমর্যাদা কার্যকর হবে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব দিলওয়ার বখতকে সিনিয়র সচিব হিসেবে দুদকেই পদায়ন করা হয়েছে। তার এই পদমর্যাদা কার্যকর হবে ১৬ অক্টোবর।
তাদের নিয়ে বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব হলেন ১৫ জন।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/মোআ)

মন্তব্য করুন