আরও সংঘাত সামনে আসছে: আসিফ

বিনোদন প্রতিবেদক
| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:২৫ | প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৩:৩৯

কপিরাইট কপিরাইট খেলা আস্তে আস্তে জমে যাচ্ছে। গীতিকার সুরকার শিল্পী কোম্পানিগুলো সক্রিয়। স্বার্থের প্রয়োজনে সবাই নতুন কাজের চিন্তা মাথায় না রেখে পুরোনো গানের দিকেই মনোযোগ দিচ্ছেন, যেখান থেকে রেভিনিউ আসবে। এ খাত খোকলা হয়ে গেছে আরো আগেই। তবুও ভবিষ্যৎ প্রজন্মের ভাবনা মাথায় রেখে জ্ঞানী-ণীরা সময় দিচ্ছেন সিস্টেম ডেভেলপ করার জন্য।

আমিও নাম লিখিয়েছি কন্ঠশিল্পীদের সংগঠনে। নৈতিক সমর্থন অব্যাহত থাকবে, যতক্ষণ এই সংগঠন স্বচ্ছভাবে চলবে। যদিও জড়াতে চাইনি কোনোভাবে। মুরব্বিদের অনুরোধ কিংবা আদেশ মেনে চলার মানসিকতায় জেল মামলা মাথায় নিয়েই দাঁতে দাঁত চেপে সমর্থন দিয়েছি। আমি জানি, আমার ব্যথাটা আমারই থাকবে, থাকুক। তবুও ভালো কিছু হোক।

কপিরাইট সিএমও ( কালেক্টিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন) খেয়ে ফেলেছিলেন কথিত এক মহিলা মামলাবাজ আইনজীবী। তিনি কপিরাইট অফিসের কেউ না হলেও তারই ছড়ি চলতো সেখানে। সেই মহিলা আবার পুরোনো মেথরদের উপদেষ্টা। বাগড়া বাধিয়েছে নাগরিক টেলিভিশনের অনুসন্ধানী রিপোর্ট। ওই মহিলা ফিল্ম বা মিউজিক ইন্ডাস্ট্রির কেউ না হয়েও ছিলেন সর্বেসর্বা।

এদের প্রশ্রয় দেয়া হোয়াইট কালার ক্রিমিনালরা এখন ভোল পাল্টে বাঁচতে চাচ্ছে। পক্ষ-বিপক্ষ নিয়ে ফেসবুক আর নিউজ পোর্টালে খুব মজা হচ্ছে। বুঝে না বুঝে অ্যাকটিভ হয়েছে অহেতুক বাহবা দেয়া ক্ষতিকর গ্রুপটি। সাত মাস আগে কপিরাইট অফিসে একটা শুনানিতে গিয়েছিলাম। আমার বৈধ দাবি এখনো হ্যাং হয়ে আছে, নেপথ্যে সেই মহিলা। তিনিই কপিরাইট দেবী।

এখনো বিচার পাইনি, এমনটা হবে আমি জানতাম। তাই পরবর্তীতে আর খোঁজও নেইনি। নিজের কোম্পানির চৌদ্দ গানের কপিরাইটের সার্টিফিকেট পেয়েছি আবেদনের সাত মাস পর। আমার গাওয়া আড়াই হাজার গান কপিরাইট করতে কত শত বছর লাগতে পারে ক্যালকুলেটরে হিসাব করে নিন সময় থাকলে।

আরো সংঘাত সামনে আসছে। সাউন্ডটেকের দেয়া রেভিনিউ শেয়ারিং অফারে জনৈকরা সাড়া দেয়নি। এককালীন টাকা চায় নগদ। বলে, রয়্যালিটি দিয়ে কি হবে ! এই হলো আন্দোলনকারীদের একটা প্রাথমিক মানসিকতা। এ দরজা ও দরজায় ঘুরে বেড়াচ্ছে চিটা গুড়ের ভাগের আশায়। আমি চুপচাপ নিজের মত থেকে দেখছি। ভবিষ্যতের সিনেমা টাইম মেশিনে আগেই দেখা শেষ, সামনে কামড়া কামড়ির বাংলাদেশ।

কপাল ভালো আমার গলাটা চেনা যায়, নইলে এতদিনে বলেই দিতো, আমি কোনো গানই আজ পর্যন্ত গাইনি। সবাই কাজ বন্ধ করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। বাংলা সংস্কৃতি বলতে এখন বোঝায় পুরনো গানের টাকা উদ্ধার। আমি তাদের মত অতো জ্ঞানীগুণী না হয়েও চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু গান করার জন্য। মাঠ কাঁপাচ্ছে- বাবু খাইছো !!!

গায়ক আসিফ আকবরের ফেসবুক থেকে

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :