স্পা’র নামে অসামাজিক কাজ, নারীসহ গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৪
অ- অ+

রাজধানীর গুলশানে ‘হিজামা থেরাপি সেন্টার অ্যান্ড বডি ম্যাসাজ’ নামে আরেকটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে পাঁচ নারী ও পাঁচজন পুরুষকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।

মঙ্গলবার দিবাগত রাতে গুলশান-১ এ অবস্থিত নাভানা টাওয়ারের লেভেল ২২/এ অবস্থিত স্পা সেন্টারটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসান বলেন, থেরাপি সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে এখানে ঢাকার বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সের যুবতী ও নারীদের একত্রিত করে দেহ ব্যবসা পরিচালনা ও যৌন শোষণ ও নিপীড়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। রাতের অভিযানে অসামাজিক কার্যকলাপ ও পতিতাবৃত্তির সময় ১০ জনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং পতিতাবৃত্তির কথা স্বীকার করেছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে গুলশান থানায় মানবপাচার দমন আইনে একটি মামলা করা হয়েছে।

এর আগে গত রবিবার দিবাগত রাতে গুলশান-২ এর ১০৫ নম্বর রোডের একটি বাসায় অভিযান চালিয়েছিল পুলিশ। ‘অ্যাপেল থাই স্পা’ সেন্টারটিতে অভিযান চালিয়ে নারীসহ ২৮ জনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীটি। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১৬ জন নারী ছিল।

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা