পাওয়া টাকা আনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৪| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৩
অ- অ+

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের চার দিন পর কলেজছাত্র সুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌরসভার হাজামপাড়া-আউশিয়া গ্রামের ধানক্ষেতের বোরিং ঘর থেকে মাটিচাপা দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

সুজন পৌরসভার আউশিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী জিল্লুর রহমানের ছেলে।

পাওনা টাকা আনতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছিলেন সুজন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে পরিবারের অভিযোগ ছিল। এ বিষয়ে শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনার পরপরই সাকিব ও নাজমুল নামে দুই জনকে আটক করে। পরে হৃদয় নামে আরও একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যে পুলিশ মরদেহ খুঁজে পায়।

স্থানীয়রা বলছেন, মাদকাসক্ত একটি কিশোর গ্যাং এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, কিছু কিশোর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অর্থের জন্য এ ঘটনা ঘটাতে পারে।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা