বার্সেলোনা আমার হৃদয়ে থাকবে: সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:০৬
অ- অ+

বুধবারই চোখের জলে সতীর্থদের আলবিদা জানিয়েছিলেন লুইস সুয়ারেজ। বৃহস্পতিবার ক্যাম্প ন্যু’য়ে সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন উরুগুয়ান তারকা।

বিদায়বেলায় তার প্রতিক্রিয়া, ‘যে ক্লাবের হয়েই খেলি না কেন, বার্সেলোনা সবসময় আমার হৃদয়ে থাকবে। এই ক্লাবেরই একজন হয়ে থাকব। ধন্যবাদ ও কৃতজ্ঞতায় ভরিয়ে দিতে চাই আমার কোচ ও সহ-ফুটবলারদেরও। বিশেষ করে লিও মেসিকে। ওর সঙ্গে দূরত্ব রাখার পরামর্শ আমায় অনেকেই দিয়েছিল। কিন্তু তা মানতে পারিনি। এই ক্লাবে আমরা দু’জন অনেক ভালো সময় কাটিয়েছি। মাঠে ও মাঠের বাইরে আমাদের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয়েছে। লিওর পাশে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। তবে গত এক মাসে এমন কিছু ঘটনা ঘটেছে, যা কাঙ্ক্ষিত নয়। আমাদের দু’জনের কাছে অপ্রত্যাশিতও বটে।’

উল্লেখ্য, ২০১৪ সালে লিভারপুল ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন সুয়ারেজ। দীর্ঘ ছ’বছরের ক্যারিয়ারে ১৩টি ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন তিনি। ১৯৮টি গোল করে বার্সার সর্বাধিক গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি।

নতুন মৌসুমে রোনাল্ড কোম্যান বার্সেলোনার দায়িত্ব নিতেই সুয়ারেজের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। একটা সময় তাকে দলে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়েছিল জুভেন্টাস। এরপর ভেসে ওঠে আতলেতিকো মাদ্রিদের নাম। অবশেষে ডিয়েগো সিমোনের দলেই যোগ দিলেন তিনি। ফলে আগামী ২২ নভেম্বর প্রথমবারের জন্য প্রাক্তন দলের বিরুদ্ধে মাঠে নমবেন সুয়ারেজ। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রাক্তন দলের বিরুদ্ধে মাঠে নামাটা সবসময় স্পেশাল। তবে সেদিন আমি চেষ্টা করব আতলেতিকো মাদ্রিকে জেতাতে।’

(ঢাকাটাইমস/২৫ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনে শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিলেন তারেক রহমান
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার ‎
জামায়াতসহ কিছু দল নির্বাচন নিয়ে ডাবল স্ট্যান্ডবাজি করছে: রিজভী 
ভোটের মাঠে বিএনপির জনপ্রিয়তা এখনো সবচেয়ে বেশি: মান্না
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা