সাত নদীর পানি বিপদসীমার ওপর

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৫

একটি দীর্ঘস্থায়ী বন্যার প্রকোপ শেষ হওয়ার আগেই আবার পরিস্থিতির অবনতি হচ্ছে। আজ তিনটি নদীর পানি বিপদসীমার ওপরে উঠেছে। এ নিয়ে সাতটি নদীর পানি সাত পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এসব তথ্য জানা গেছে। এই সময়ে বিপদসীমার নিচে নেমেছে একটি নদীর পানি।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, যমুনেশ্বরী নদীর পানি বদরগঞ্জ পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে, করতোয়া নদীর পানি চকরহিমপুর পয়েন্টে চার সেন্টিমিটার ওপর দিয়ে এবং টাঙ্গন নদীর পানি ঠাকুরগাঁও পয়েন্টে ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আর গত ২৪ ঘণ্টায় যদুকাটা নদীর পানি লরেরগড় পয়েন্টে বিপদসীমার নিচে নেমেছে। আর কমছে যমুনার নদীর পানি।

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত অন্য চারটি নদীর মধ্যে ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে, যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে তিন সেন্টিমিন্টার, গুড় নদীর পানি সিংড়া পয়েন্টে ৭০ সেন্টিমিটার এবং আত্রাই নদীর পানি আত্রাই পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া ব্রহ্মপুত্র, গঙ্গা ও পদ্মার পানি বাড়তে পারে বলে নদনদীর পূর্বাভাসে বলা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের উজান মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে।

এদিকে শনিবার সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সময়ে বাংলাদেশে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে পঞ্চগড়ে ৩১৫ মিলিমিটার, রংপুরে ২৬৫, ডালিয়ায় ২৫৫, কুড়িগ্রামে ১৫৬, লালাখালে ১৪১, দিনাজপুরে ১২৪, ঠাকুরগাঁওয়ে ১২০, কাউনিয়ায় ৭৮, মহাদেবপুরে ৬০, চিলমারীতে ৪৭, সিলেটে ৫০ ও জাফলংয়ে ৮৮ মিলিমিটার।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :