মাগুরায় দেয়ালচাপায় প্রাণ গেল দুই নির্মাণশ্রমিকের

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১১
অ- অ+

মাগুরা শহরের কলেজপাড়ায় দেয়ালচাপা পড়ে রবিবার সকালে রোমান হোসেন (৩০) ও রাসেল (২২) নামে দুই নির্মাণশ্রমিক হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুই নির্মাণশ্রমিক আহত হন। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত রোমান সদর উপজেলার আলিধানী গ্রামের আমিরুল ইসলামের ছেলে ও রাসেল নিজনান্দুয়ালী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

সদর থানার ওসি জয়নাল আবেদীন জানান, শহরের কলেজপাড়ায় ইকরা তালিমুল মাদ্রাসার সামনে দিয়ে পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণ কাজ চলাকালে রোকেয়া বেগম নামে স্থানীয় এক বাসিন্দার বাড়ির পশ্চিম দিকের সীমানা প্রাচীরটি ভেঙে সেখানে কর্মরত নির্মাণ শ্রমিকদের শরীরে পড়ে। এ সময় রোমান নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। আহত হন অপর ৩ নির্মাণ শ্রমিক। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত রাসেল দুপুরে মারা যায়। এছাড়া আহত রমজান (২২), শাকিলকে (২৩) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সোহাগুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার অভিযান চালায়। দ্রুততার সঙ্গে দেয়ালের নিচ থেকে চার শ্রমিককে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়া ১০-১২ লাখ কর্মী নেওয়ার গুঞ্জন ভিত্তিহীন, ৩০-৪০ হাজার নেবে: আসিফ নজরুল
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা