‌ধোনির রেকর্ড ভাঙলেন অস্ট্রেলিয়ার এলিসা হিলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩:২০
অ- অ+

আন্তর্জাতিক ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির অনন্য রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার এলিসা হিলি। জাতীয় দলের উইকেটকিপার হিলি টি–২০ ক্রিকেটে প্রাক্তন ভারত অধিনায়কের উইকেটের পিছনে সবচেয়ে বেশি শিকারের রেকর্ডটি ভেঙেছেন। আন্তর্জাতিক টি–২০ ক্রিকেটে ধোনির শিকারের সংখ্যা এতদিন ছিল ৯১টি। যা ছিল রেকর্ড। কিন্তু রবিবার হিলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ধোনির সেই রেকর্ড ভেঙে পৌঁছে যান ৯২টি শিকারে।

উইকেটের পিছনে মহেন্দ্র সিং ধোনি এই বয়সেও আগের মতোই চনমনে। প্রমাণ দিচ্ছেন আইপিএলেও। এহেন ধোনির আন্তর্জাতিক টি–২০ তে সবচেয়ে বেশি শিকারের রেকর্ড ছিল। ৯৮ ম্যাচে ৯১টি আউট করেছিলেন তিনি। কিন্তু রবিবার হিলি কিউয়িদের বিরুদ্ধে টি–২০ ম্যাচে সেই রেকর্ডটি ভেঙে দিলেন। তবে এই মাইলস্টোনে পৌঁছতে নিলেন ১১৪টি ম্যাচ।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি গত ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। এখন আইপিএল খেলতে দুবাইয়ে ব্যস্ত তিনি। কিন্তু পরপর দুই ম্যাচে চেন্নাই হারায় ধোনির সমালোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসেন ধোনি, সেটাই দেখার।

(ঢাকাটাইমস/২৮ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা