‘এশিয়াওয়ান ফাস্টেস্ট গ্রোইং ব্র্যান্ড ও লিডার’ অ্যাওয়ার্ড পেল আহমেদ ফুড

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:১২
অ- অ+

আহমেদ ফুড প্রোডাক্টস (প্রাইভেট) লিমিটেড বাংলাদেশের একটি বৃহৎ খাবার প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সম্প্রতি এই প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক ম্যাগাজিন এশিয়াওয়ান ও ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস (ইউআরএস) দেশের ‘ফাস্টেস্ট গ্রোইং ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

একই সঙ্গে আহমেদ ফুড প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিনাহাজ আহমেদকে বাংলাদেশের খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ শিল্পের জন্য ‘ফাস্টেস্ট গ্রোইং লিডার’ হিসেবে স্বীকৃতি দিয়েছে তারা।

বাংলাদেশের শিল্প ও অর্থনীতিতে ২০১৯-২০ বর্ষে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখার জন্য সম্প্রতি এই প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানের ডিএমডি-কে এই বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।

এশিয়াওয়ান সিঙ্গাপুরের একটি বিখ্যাত ম্যাগাজিন, যেটি জীবনধারা, ব্যবসা এবং অন্যান্য বিষয়ে সংবাদ ও বিষয়বস্তু প্রকাশ করে থাকে এবং তার ভিত্তিতে ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস তাদের ব্যবসায়িক উদ্ভাবনের জন্য বিভিন্ন দেশের প্রতিভাবান উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে বিভিন্ন স্বীকৃতি প্রদান করে থাকে। আর এই পুরস্কারটি ইউনাইটেড রিসার্চ সার্ভিসেসর তেমনি একটি বিশেষ সম্মাননা।

এই স্বীকৃতি সম্পর্কে আহমেদ ফুড-এর ডিএমডি মিনহাজ আহমেদ বলেন, প্রতিষ্ঠানটিকে ‘ফাস্টেস্ট গ্রোইং ব্র্যান্ড’ এর দিকে নিয়ে যাওয়া এবং বিশ্বের সামনে সুযোগ ও উন্নয়নের মাধ্যম হিসাবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একটি গর্বের বিষয়। আমরা সবসময় আমাদের গ্রাহকদের গুণগত মানের খাদ্য সামগ্রী সরবারহে প্রতিজ্ঞাবদ্ধ এবং এই পুরস্কার তারই প্রতিফলন। তিনি এ উদ্যোগের সাফল্য অর্জনের সহায়তা করায় প্রতিষ্ঠোনের সকল কর্মকর্তা ও গ্রাহকদের ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেআর/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় ইকোপার্কের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার
দেশে আসছে নতুন সুপারম্যান, সঙ্গে জ্যাকি চ্যানের সিনেমা
ঢাকায় বেলারুশ দূতাবাস খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার
আরপিও সংশোধনে অষ্টম কমিশন সভা বৃহস্পতিবার, জানুন সভার আলোচ্যসূচি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা