রায়ে বিজেপির বিশ্বাস ও আস্থার জয় হলো: আদবানী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৪| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫:০৩
অ- অ+

বাবরি মসজিদ ধ্বংসের মামলা থেকে খালাস পাওয়ার পর এটিকে খুশির খবর হিসেবে মন্তব্য করেছেন প্রভাবশালী বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানী। তিনি বলেছেন, এই রায়ে রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার এবং বিজেপির বিশ্বাস ও আস্থার জয় হল।

ভারতের বাবরি মসজিদ ধ্বংস মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ নেই। তাই লালকৃষ্ণ আদবাণী, মুরলিমনোহর জোশীসহ সবাইকেই বেকসুর খালাস দিয়েছে লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। মসজিদ ধ্বংসে অভিযুক্তদের মদত দেওয়ার প্রমাণ নেই, পর্যবেক্ষণ আদালতের। খবর আনন্দবাজারের।

রায়ের পরই আদবাণী জোশীদের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। বর্ষীয়ান বিজেপি নেতাদের অভিনন্দন জানিয়েছেন আরও অনেকেই। রায়ের পর ‘হতাশ’ কংগ্রেসসহ বিরোধীরা। রায়কে স্বাগত জানানোর পাশাপাশি উচ্ছ্বসিত বিজেপি শিবির।

বাবরি ধ্বংস মামলায় ৩২ অভিযুক্তের মধ্যে অন্যতম লালকৃষ্ণ আদবাণী। রায়ের পর তিনি বলেন, ‘এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত খুশির খবর। অনেক দিন পর এমন খুশির খবর শুনলাম। স্পেশাল সিবিআই আদালতের এই রায়কে আমি স্বাগত জানাই। রাম জন্মভূমি আন্দোলনের প্রতি আমার এবং বিজেপির বিশ্বাস ও আস্থার জয় হল।’

মুরলিমনোহর জোশী এ দিনের রায়ে স্বস্তি পেয়েছেন। রায়ের পর তিনি বলেছেন, ‘এটা আদালতের ঐতিহাসিক সিদ্ধান্ত। অযোধ্যায় ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের ঘটনার পিছনে যেকোনো ষড়যন্ত্র ছিল না, এটা তার প্রমাণ। আমাদের কর্মসূচি ও সমাবেশ কোনও ষড়যন্ত্রের অংশ ছিল না। আমরা খুশি। এ বার প্রত্যেকেরই উচিত রাম মন্দির নির্মাণে মনোযোগ দেওয়া।’

রায়ের পরেই ফোন করে আডবাণী-জোশীদের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের প্রতিক্রিয়া, ‘লখনউ এর বিশেষ সিবিআই আদালত ৩২ জনকেই বেকসুর খালাস করেছে। এই রায়কে স্বাগত জানাই। দেরিতে হলেও বিচার ব্যবস্থার জয় হল।’

ঢাকা টাইমস/৩০সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
যত ত্যাগী নেতাই হোক, অন্যায় করলে বিএনপির কাউকে ছাড় দেওয়া হবে না: তেনজিং 
ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু 
রাঙ্গুনিয়ায় মডেল মসজিদ উদ্ধোধন করলেন ধর্ম উপদেষ্টা 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা