মিচেল মার্শের স্ক্যান রিপোর্ট উধাও!

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৪
অ- অ+

মাত্র চার বল করেই সংযুক্ত আরব আমিরাতে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডার মিচেল মার্শ। আর তাই আমিরাত থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন তিনি।

এদিকে দেশে ফিরে এক অদ্ভূত কাণ্ডের মুখোমুখি হয়েছেন মার্শ। অস্ট্রেলিয়া পৌঁছে দেখেন তাঁর পায়ের স্ক্যান রিপোর্ট উধাও! আমিরাত থেকে এখনও ক্রিকেট অস্ট্রেলিয়ার হাতে পৌঁছায়নি মিচেল মার্শের ইনজুরি রিপোর্ট।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে গোঁড়ালিতে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মার্শ। এরপর অস্ট্রেলিয়ায় পৌঁছে একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি জানান, যে তাঁর স্ক্যান রিপোর্ট এর কোনও হদিস পাচ্ছেন না তিনি।

এমনকি আইপিএল থেকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে পাঠানো হয়নি। আমিরাতে করা স্ক্যান রিপোর্টগুলোর কী হলো তা বুঝতে পারছেন না ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনও মিচেল মার্শের ইনজুরি রিপোর্ট হাতে পায়নি ফলে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল
চট্টগ্রামে স্বামী হত্যা মামলায় স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা