নিষিদ্ধ ঘোষিত ‘আল্লাহর দল’র দুই সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ অক্টোবর ২০২০, ১৯:২৩

মেহেরপুর জেলার গাংনি থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সিরাজগঞ্জের একটি অভিযানিক দল।

রবিবার বেলা ১১টার দিকে র‌্যাব-১২ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকালে মেহেরপুর জেলার গাংনি থানার বাঁশবাড়িয়া বাজার থেকে ওই দুই জঙ্গিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জঙ্গিরা হলেন- মেহেরপুর সদর উপজেলার খোকসা এলাকার মহিদুল ইসলাম ও পাপন মোল্লা।

র‌্যাব-১২ এর বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, গোপন সংবাদে সিরাজগঞ্জ র‌্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলামের নেতৃত্বে শনিবার বিকেলে মেহেরপুর জেলার গাংনি উপজেলার বাঁশবাড়িয়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আল্লাহর দলের সক্রিয় দুই সদস্য মহিদুল ও পাপনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট থেকে তিনটি উগ্রবাদী জিহাদি বই ও ১১টি জিহাদি লিফলেট উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই জঙ্গি সংগঠনের জন্য নতুন সংগ্রহ ও লিফলেট বিতরণের কাজ করছিল। গ্রেপ্তার দুই জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :