সেতুর নিচে হোমিও চিকিৎসকের লাশ

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২০, ১০:৪১| আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১১:৫৩
অ- অ+

যশোরের বাঘারপাড়ায় চিত্রা নদী থেকে এক হোমিও চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম খাইরুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার খাজুরা বাজার ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

খাইরুল সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের মৃত আহম্মদ আলী মেম্বারের ছেলে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে এক পথচারী নদীর পাড়ে একটি লাশ ভাসতে দেখে। বিষয়টি বাজারের ব্রিজঘাট সংলগ্ন ব্যবসায়ীদের জানালে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে। পরে খোঁজখবর নেয়ার পর খায়রুলের পরিচয় শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

হোমিও চিকিৎসকের ছেলে রায়হান হোসেন জানান, তার বাবা পেশায় একজন হোমিও চিকিৎসক। কিছুদিন হলো মানসিকভাবে অসুস্থ তিনি। গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। সেদিন দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) তৌহিদুল ইসলাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকাটাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা