ফেনী সীমান্তে নোম্যান্স ল্যান্ডে দুই ভাইয়ের লাশ

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৫:৫৫ | প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ১৫:৪৩

ফেনীর পরশুরাম উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্তে দুই ভাইয়ের লাশ পাওয়া গেছে। রবিবার ভোরে সীমান্তের নোম্যানসল্যান্ড থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে কেউ তা নিশ্চিত করতে পারেনি।

নিহতরা হলেন, পরশুরামের পৌর এলাকার গুথুমা গ্রামের খারিজকোনা এলাকার কালাধন সরকারের দুই ছেলে মো. করিম (২৮) ও স্বপন (২৪)।

স্থানীয়রা জানান, ভারত সীমান্তবর্তী ওই স্থানে রবিবার ভোরে দুজনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন ৮নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর রাসুল আহাম্মদ মজুমদার স্বপন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

কাউন্সিলর স্বপন জানান, লাশের পাশে একটা ছাতা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলটি একেবারে সীমান্তবর্তী। কীভাবে মারা গেছেন কোনো অনুমান করা যাচ্ছে না।

পরশুরাম মডেল থানার ওসি মো. শওকত হোসেন সাংবাদিকদের জানান, লাশদুটি দুটি ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফেনী ব্যাটালিয়নের (৪-বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. কামরুজ্জামান জানান, সীমান্ত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধারের পর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/কেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :