ইয়াবা-অস্ত্রসহ আটক ৩, মহাসড়ক অবরোধ আড়াই ঘণ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২০, ২১:৫৫| আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২২:১৬
অ- অ+

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় র‌্যাব-৪ এর অভিযানে তিন ব্যক্তিকে আটকের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আড়াই ঘণ্টা বিক্ষোভ করেছে তাদের লোকজন। এ সময় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আটক ব্যক্তিরা হলেন বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান, তার সহোদর আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের গজারিয়া শাখার সভাপতি রিটু প্রধান এবং তাদের ব্যবসায়িক সহযোগী আলমগীর হোসেন।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি র‌্যাব।

আজ রবিবার বিকালে উপজেলার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়।

আটক আল আমিন প্রধান ও রিটু উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত গিয়াসসউদ্দিন প্রধানের ছেলে। আলমগীর হোসেন একই গ্রামের আশেক আলীর ছেলে বলে জানা গেছে।

তাদের আটকের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে করেছে তাদের সমর্থকরা। অবরোধের কারণে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এ সময় মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে গজারিয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধকারীদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে যান চলাচল শুরু হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান তিনজনকে আটকের খবর নিশ্চিত করে বলেন, তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আটক তিনজনের বিরুদ্ধে ১৮ থেকে ২০টি করে মামলা আছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এলএ/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা