ভোলায় ৪ দিনে ১১৬ জেলের জেল-জরিমানা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২০, ০৯:৩৫
অ- অ+

নিষিদ্ধ সময়ে ইলিশ ধরার দায়ে ভোলায় গত ৪ দিনে ১১৬ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৬৬ জনের কারাদণ্ড ও ৫০ জনকে জরিমানা করা হয়েছে।

এ জেলায় এখন পর্যন্ত ৬৫টি অভিযান ও ৪৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসব অভিযানে জব্দ করা হয়েছে ৯৭ হাজার মিটার কারেন্ট জাল।

জেলা মৎস্য অফিস এসব তথ্য জানিয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ইলিশ ধরার অপরাধে ৭০ জেলেকে আটক করা হয়েছে। যাদের মধ্যে ২৮ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১২ জনকে জরিমানা করা হয়েছে।

জেলা খামার ব্যবস্থাপক এইচএম জাকির এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার জেলার সাত উপজেলায় ২১টি অভিযান ও ৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

তিনি বলেন, এ অভিযানে চরফ্যাশন থেকে ১৮ জন, ভোলা সদর থেকে ৯ জন দৌলতখান থেকে ৩ জন, সদর থেকে ৫ জন, বোরহানউদ্দিন থেকে ৫ জন ও লালমোহন থেকে ১ জন আটক করা হয়েছে। যাদের মধ্যে ২৮ জনের এক বছর করে কারাদণ্ড ও ১৩ জনের ৬০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৪ হাজার ৬০ মিটার কারেন্ট জাল ও ১১৪ কেজি ইলিশ। ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমের (১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন) মেঘনা-তেতুলিয়া নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ। কিন্তু অনেক জেলেই কর্তৃপক্ষের চোখ ফাকি দিয়ে ইলিশ ধরছে। তবে তাদের রুখতে প্রশাসনের অভিযানও অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৩০
চট্টগ্রামে সদর ইউনিট নির্বাচনে আওয়ামী প্রার্থীদের পক্ষ নেয়ার অভিযোগ রেজিস্ট্রারের বিরুদ্ধে
স্ট্যান্ডার্ড ব্যাংকে ‘এএমএল ও সিএফটি কমপ্লায়েন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা