নিখোঁজের এক সপ্তাহ পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে নিখোঁজের এক সপ্তাহ পর আব্দুল মালেক নামে এক ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নাংলা এলাকার বরখাল বিল থেকে মালেকের মরদেহ উদ্ধার করা হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানিয়েছেন, উপজেলার বুরুঙ্গাগ্রামের দুলাল মিয়ার ছেলে আব্দুল মালেক ১২ অক্টোবর রাতে নিখোঁজ হয়। ১৩ অক্টোবর তার স্ত্রী রিতা বেগম থানায় একটি জিডি করেন। পুলিশ তল্লাশি চালিয়ে উপজেলার নাংলা এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার এবং কানু শেখের পুত্র শফিকুল ইসলাম সাধুকে আটক করে। সাধুর তথ্যেরভিত্তিতে রবিবার রাতে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে তার সহযোগী আমজাদ হোসেনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের এক পর্য়ায়ে ইজিবাইক চুরি ও মালেককে হত্যার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় নাংলা এলাকার বরখাল বিল থেকে দুপুরে মালেকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মালেকের বাবা দুলাল মিয়া জানান, তার ছেলেকে বিনা দোষে হত্যা করা হয়েছে। তার ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি করেন তিনি।
(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এলএ)

মন্তব্য করুন