স্বামী-স্ত্রীর ফেনসিডিলের আখড়ায় র‍্যাবের হানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ১২:২৩| আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১২:৪৪
অ- অ+

সাভারের আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যারা ফেনসিডিল চোরাকারবারে জড়িত ছিল বলে দাবি করছে পুলিশের এই এলিট ফোর্সটি। এ সময় তাদের ঘর থেকে প্রায় ১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকালে র‍্যাব-৪ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানিয়েছে, ইয়ারপুর এলাকার বাসিন্দা ইকবাল হোসেন লেবু ওরফে লেদু ও তার স্ত্রী নার্গিস বেগম ফেনসিডিলের ব্যবসা করে বলে খবর পায় র‌্যাব। এমন তথ্যে মঙ্গলবার ভোরে লেদুর ঘরে অভিযান চালিয়ে ৯০৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির সাড়ে ১২ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‍্যাবকে জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে এই ব্যবসা করে আসছে। এমনকি তারা ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে সরাসরি ফেনসিডিল সংগ্রহ করে। যা পরে নিজেদের ঘরে বসে বিক্রি করতো। মাদক ব্যবসায়ী এই দম্পতির বিরুদ্ধে মদক নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব।

ঢাকাটাইমস/২০অক্টোবর/এআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা