তাড়াশে মহাসড়ক থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ১৫:২১

ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার পথে তিনজনকে চেতনানাশক খাইয়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

পরে তাড়াশ থানার টহলরত পুলিশ তাদের অচেতন অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা হলেন, তেল ব্যবসায়ী পাবনার চাটমোহর উপজেলার বিলদহ ইউনিয়নের লটাবাড়ি জোড়কান্দি গ্রামের শাকিল আহমেদ (১৯), তার চাচা মো. সোহেল (২০) ও শ্রমিক রাজশাহী জেলার তানোর উপজেলার বিল্লি বাজার গ্রামের রানা আহমেদ (২০)। এদের মধ্য শাকিলের জ্ঞান ফিরেছে।

শাকিল জানান, ঢাকার গাবতলী থেকে একটি ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পরে ট্রাকের মধ্যে থাকা এক ব্যাক্তি আমাদের কোমলপানীয় খেতে দিলে আমরা সেগুলো খাই। যমুনা সেতুর কাছাকাছি এসে জ্ঞান হারিয়ে ফেলি। আমার কাছে থাকা ব্যবসার টাকা, মোবাইল ফোন সব নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, মহাসড়ক থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :