ভালো আছেন মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ২০:২৫
অ- অ+

বিসিবি প্রেসিডেন্টস কাপের লিগ পর্বের শেষ ম্যাচে গতকাল (বুধবার) তামিম একাদশের বিপক্ষে কাঁধে ব্যথা পেয়েছিলেন মুশফিকুর রহিম। তবে তার ইনজুরি গুরুতর নয় বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি জানিয়েছেন, শারীরিকভাবে ভালো আছেন মুশফিক। আজ (বৃহস্পতিবার) টিম হোটেলে দীর্ঘক্ষণ সাঁতারের সেশন ছিল তার।

বৃহস্পতিবার মুশফিকের ইনজুরি পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তিন চিকিৎসক জুলিয়ান কালেফাতো, বায়েজিদুল ইসলাম খান ও শাওন। মুশফিকের কাঁধে স্ক্যানের প্রয়োজন রয়েছে এমনটা মনে করছেন না তারা।

চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ফিজিওরা আমাকে বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছেন। মুশফিক এখন ভালো আছেন। তিনি আজ সাঁতার সেশন করেছেন। কোন চিড় বা ক্ষতি হয়নি, তাই স্ক্যানের প্রয়োজন নেই।’

এই টুর্নামেন্টে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন নাজমুল একাদশের হয়ে খেলেছেন মুশফিক। গতকালের ম্যাচে পেসার আল-আমিন হোসেনের বলে তামিম একাদশের ব্যাটসম্যান ইয়াসির আলীর ক্যাচ ধরতে গিয়ে কাঁধে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন মুশফিক। ক্যাচটি ধরতেও ব্যর্থ হন তিনি।

(ঢাকাটাইমস/২২ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শাহজালালে ১৫৭৭ গ্রাম সোনাসহ দুই চোরাকারবারি আটক
বিএনপি সংস্কারে বিশ্বাস করে, কু-সংস্কারে নয়: গয়েশ্বর  
শেরেবাংলা নগরে ১৮ মামলার আসামিসহ গ্রেপ্তার ২১
খুলনায় বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা