বাউফলে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাউফল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১৭:০৬
অ- অ+

পটুয়াখালীর বাউফল উপজেলায় কুলসুম আক্তার (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কানাই-বলাই দিঘীর পাড় গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।

কুলসুম ওই গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি এ বছর কাছিপাড়া মোহাম্মদ আব্দুর রসিদ মিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।

স্থানীয়রা জানায়, কুলসুম ঘরে বসে সবার সঙ্গে মুড়ি খাচ্ছিলেন। এসময় তার মোবাইল ফোনে একটি কল আসে। পরে তিনি মোবাইলে কথা বলে তার নিজ কক্ষে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করেছে কুলসুম। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিলে কুলসুমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাও হয়েছে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা