রাজাপুরে নালায় মিলল বৃদ্ধের লাশ

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ১৭:১৮
অ- অ+

ঝালকাঠির রাজাপুরে জালাল খান (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার নিজ বাড়ির একটি নালা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত জালাল খান উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

নিহতের মেয়ে ফারজানা জানায়, সকাল ১১টার দিকে হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তার বাবা। দুপুরে খাবার সময় বাড়ি ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুজি করে ২টার দিকে বাড়ির পাশের একটি নালার মধ্যে তাকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে কেউ নিশ্চিত করে বলতে পারে নি। তবে মৃতের পিঠে কয়েকটি গোলাকার চিহ্ন রয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মরক্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, স্বাস্থ্যকমপ্লেক্স থেকে রাতেই ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা