রাজশাহীতে সোয়া দুই লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২০, ২১:১৮
অ- অ+

রাজশাহীর পদ্মা নদী থেকে সোয়া দুই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ যৌথভাবে পদ্মা নদীতে এ অভিযান চালায়।

ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ দিন রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীর বাবলা বোনা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জেলেরা জাল ফেলে পালিয়ে যান। তখন জালগুলো জব্দ করা হয়।

এই জালে প্রায় এক কেজি জাটকা ইলিশ মাছ পাওয়া যায়। সন্ধ্যায় রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদীর পাড়ে এনে জব্দ করা দুই লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা মাছগুলো স্থানীয় একটি মাদ্রাসায় দেয়া হয়।

এ সময় নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) বেলায়েত হোসেন, পরিদর্শক মেহেদী মাসুদ, পবা উপজেলা মৎস্য অফিসের সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুর রহমান, ক্ষেত্র সহকারী তারিকুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা