চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটি-অ্যাতলেটিকোর জয়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১২:২৬| আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৩:১৮
অ- অ+

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে তারা গ্রুপ ‘সি’তে শীর্ষে রয়েছে। আর ২ ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে মার্সেই আছে সবার নিচে।

এদিন ম্যাচের ১৮তম মিনিটে তোরেসের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭৬তম মিনিটে গুন্দোগনের গোলে ব্যবধান ২-০ করে ম্যানসিটি। ৮১তম মিনিটে রাহিম স্টার্লিং ব্যবধান ৩-০ করেন।

এই গ্রুপের অন্য ম্যাচে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে পোর্তো। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে পোর্তো আছে দ্বিতীয় অবস্থানে। ৩ পয়েন্ট নিয়ে অলিম্পিয়াকোস আছে তৃতীয় অবস্থানে।

একই দিন ‘এ’ গ্রুপের ম্যাচে আরবি সলজবার্গকে ৩-২ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে অ্যাতলেটিকোর অবস্থান দ্বিতীয়। আর ১ পয়েন্ট নিয়ে সলজবার্গ আছে চতুর্থ অবস্থানে।

এদিন ম্যাচের ২৯তম মিনিটে লরেন্তের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। ৪০তম মিনিটে ডমিনিকের গোলে ম্যাচে সমতা আনে সলজবার্গ। ৪৭তম মিনিটে ফেলিপের আত্মঘাতী গোলে ২-১ গোলে লিড নেয় সলজবার্গ।

তবে, ৫২তম মিনিটে ফেলিক্সের গোলে ২-২ গোলে সমতা আনে অ্যাতলেটিকো। ৮৫তম মিনিটে ফেলিক্স তার দ্বিতীয় গোলটি করেন। যার ফলে অ্যাতলেটিকো ৩-২ গোলে লিড নেয়। এই ব্যবধান ধরে রেখেই তারা জয় নিয়ে মাঠ ছাড়ে।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা