কোপা আমেরিকায় দর্শকের উপস্থিতির আশা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৪:২২
অ- অ+

করোনার ভ্যাকসিন সময়মত পাওয়া গেলে আগামী বছর পরিপূর্ণ দর্শকের উপস্থিতিতেই কোপা আমেরিকা আয়োজনের আশা করছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কমমেবল)। কনমেবল এর ডেভেলপিং ডিরেক্টর গঞ্জালো বেলোসো এই আশাবাদ ব্যক্ত করেছেন।

২০২১ সালের জুন-জুলাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় যৌথভাবে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে। এ বছর এটা অনুষ্ঠিত হবার কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আয়োজকরা। কিন্তু আগামী বছর দক্ষিণ আমেরিকান অঞ্চলের সর্বোচ্চ এই ফুটবল আসরে দর্শকদের উপস্থিতির ব্যাপারে আশাবাদী সংস্থাটি।

এ সম্পর্কে বেলোসো বলেছেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেলে কোপা আমেরিকায় আমরা দর্শকের উপস্থিতির পরিকল্পনা করছি। আর তা যদি না হয় তবে অন্তত ৩০ থেকে ৪০ শতাংশ দর্শকের উপস্থিতির নিশ্চিতের বিষয়টিও আমরা ভেবে দেখছি।’

বেলোসো আরো জানিয়েছেন, পুরো বিষয়টি আয়োজক দুই দেশের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এই প্রথম দুই দেশে যৌথভাবে কোপা আমেরিকার আয়োজন হতে যাচ্ছে। আগামী বছর ১১ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হবে।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ
গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ
মিটফোর্ডে সোহাগ হত্যা: মামলার এজাহার থেকে পাঁচজনের নাম বাদ দেয় কে? জানালেন ডিএমপি কমিশনার
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা