বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে ‘দলবেঁধে ধর্ষণ’, আটক ৩

শেরপুর (বগুড়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৭:২১
অ- অ+

বগুড়ার শেরপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় অভিযুক্ত ও মাতব্বরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে অভিযুক্ত রবিউল ইসলাম ওরফে রুবেল, আব্দুল জলিল ও মাতব্বর সাইফুল ইসলামকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জামাইল মজলিশিপাড়া গ্রামে এক বুদ্ধিপ্রতিবন্ধী গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের জামাইল মজলিশিপাড়া গ্রামে মাসুদ রানার বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বুদ্ধিপ্রতিবন্ধী স্ত্রীকে জামাইল স্কুলপাড়া গ্রামের রবিউল ইসলাম ওরফে রুবেল ২৬ অক্টোবর বেলা ১১টার দিকে গামছা দিয়ে মুখ বেঁধে ঘরের ভেতরে নিয়ে গিয়ে তাকে দলবেঁধে ধর্ষণ করে। ওই এলাকার দালাল খোদা বক্স ও সাইফুল ইসলামসহ কয়েকজন এ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য ধর্ষিতার পরিবারকে দু’দিন অবরুদ্ধ করে রাখে। পরে সুযোগ বুঝে মঙ্গলবার রাতে দালালদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থানায় এসে ধর্ষিতার স্বামী মাসুদ রানা পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

এ ব্যাপারে থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, মামলার পর আসামিদের আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা