পিজিসিবি হিসাব সহকারীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৭:২৫
অ- অ+

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) এর হিসাব সহকারী মো. নুরুল আমিন বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।

বুধবার দুদক প্রধান কার্যালয়ের ঢাকার সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন বলে জানান দুদক মুখপাত্র প্রণব কুমার ভট্টাচার্য্য।

মামলার অভিযোগে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি) এর আফতাব নগর বাড্ডা শাখার হিসাব সহকারী-১ মো. নুরুল আমিন জেনে শুনে অসৎ উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেন।

এছাড়া তিনি মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দাখিল এবং ১ কোটি ২ লাখ ৭৫ হাজার ২৯২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন ও উহা দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এর আগে ৪ মার্চ-২০১৮ তারিখে আসামি মো. নুরুল আমিন এর নামে দুর্নীতি দমন কমিশনের সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়। সে বছরে ২২ মার্চ তিনি তার এবং তার স্ত্রী সন্তানদের নামে স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়-দেনার বিবরণ দুর্নীতি দমন কমিশনে করেন। দীর্ঘ অনুসন্ধান শেষে কমিশনের অনুমোদন পেলে মামলাটি দায়ের করে দুদক।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/এসআর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা