রাজশাহী বিভাগে ৯ দিন পর করোনায় একজনের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ১৬:১০| আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৬:৫০
অ- অ+

রাজশাহী বিভাগে টানা নয়দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিভাগের রাজশাহীতে তার মৃত্যু হয়। এর আগে গত ২০ অক্টোবর বিভাগে দুইজনের মৃত্যু হয়।

শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিভাগে এখন মোট মৃতের সংখ্যা বেড়ে ৩২০ জনে দাঁড়াল। এর মধ্যে সর্বোচ্চ ১৯৩ জন মারা গেছেন বগুড়ায়। আর দ্বিতীয় সর্বোচ্চ ৫০ জন মারা গেলেন রাজশাহী জেলায়।

গত ২৪ ঘণ্টায় বিভাগে ১৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এর মধ্যে বগুড়ায় পাঁচজন, রাজশাহীতে ১৩ জন এবং নাটোরে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ দিন বিভাগে ৪৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে ৪১ জনেরই বাড়ি বগুড়া। এছাড়া রাজশাহীর চারজন এবং নওগাঁর একজন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এখন ২০ হাজার ৯৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭৪৪ জন। হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন কেউ হাসপাতালে ভর্তি হননি।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা