হাজারতম ছক্কার পর ৯৯ রানে আউট গেইল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২০, ২১:৫৫
অ- অ+

আক্ষেপ থেকে গেল গেইলের। তাই তো রাগে মাঠে ব্যাটও ছুঁড়ে মেরেছেন তিনি। শুক্রবার আইপিএলের ম্যাচে ৬৩ বলে ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৯৯ রান করে আউট হয়েছেন ক্রিস গেইল। জফরা আর্চারের করা ২০তম ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকালেও পরের বলে ইয়র্কার ডেলিভারিতে বোল্ড হয়ে যান গেইল।

এদিন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে কিংস ইলেভেন পাঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮৫ রান করেছে তারা। গেইল ছাড়া অন্যদের মধ্যে ৪১ বলে ৪৬ রান করেছেন ওপেনার লোকেশ রাহুল। ১০ বলে ২২ রান করেছেন নিকোলাস পুরান।

সেঞ্চুরি না করতে পারলেও এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০টি ছক্কা মারার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বর্তমানে টি-টোয়েন্টিতে গেইলের ছক্কা সংখ্যা ১০০১টি। গেইলই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি টি-টোয়েন্টিতে ১০০০টি ছক্কা হাঁকিয়েছেন।

(ঢাকাটাইমস/৩০ অক্টোবর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা