তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ১৫:১৮| আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ১৬:৪৯
অ- অ+

আগামী তিন বছরের মধ্যে নতুন করে ১২ লাখ অভিবাসী (স্থায়ী বাসিন্দা) নেবে কানাডা। কানাডার বাজার অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মীর অভাব পূরণ করতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

শুক্রবার দেশটির ফেডারেল ইমিগ্রেশন মন্ত্রী মারকো মেনডিসিনো জানিয়েছেন, ‘ফেডারেল সরকার ২০২১ সালের মধ্যে চার লাখ এক হাজার, ২০২২ সালের মধ্যে চার লাখ ১১ হাজার ও ২০২৩ সালের মধ্যে চার লাখ ২১ হাজার নতুন অভিবাসী নেবে।’

তিনি বলেন, ‘কানাডার আরো অনেক কর্মী দরকার এবং ইমিগ্রেশনই সেই অভাব পূরণ করতে পারবে।’ খবর আল জাজিরার।

ক্যালগ্যারি স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক রবার্ট ফ্যালকোনার এক টুইট বার্তায় বলেছেন, ‘যদি কানাডা সরকার এত সংখ্যক কর্মীর অভাব পূরণ করতে পারে তাহলে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে।’

অটোয়া বলছে, ‘তারা ২০২১ সালের মধ্যে ইকোনমি ক্লাসের দুই লাখ ৩২ হাজার ৫০০ অভিবাসী নেবে। ৫৯ হাজার ৫০০ উদ্বাস্তুর পাশাপাশি মানবিক দিক বিবেচনা করে নেয়া হবে আরো পাঁচ হাজার ৫০০ জন।’

দক্ষ জনগোষ্ঠীর পাশাপাশি প্রতিবছরই কানাডা বিভিন্ন ক্যাটাগরিতে অভিবাসী নিয়ে থাকে। তবে সম্প্রতি করোনা মহামারির কারণে বন্ধ ছিল দেশটির সঙ্গে অন্য সকল দেশের বিমান যোগাযোগ। ফলে ব্যাহত হয় নতুন করে অভিবাসীর নেয়ার প্রক্রিয়া।

ঢাকা টাইমস/৩১অক্টোবর/এনএইচএস/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগে আসছে নতুন পরিকল্পনা
পৃথিবীর সর্বোচ্চ দামে পৌঁছাল বিটকয়েন, মূল্য ছাড়ালো ১ লাখ ২০ হাজার ডলার
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার
২০ জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ গাড়ির বিরুদ্ধে দেশব্যাপী অভিযান: বিআরটিএ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা