বিএনপির তিন কেন্দ্রীয় নেতা করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২০, ২২:০৭| আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ২২:০৯
অ- অ+
ফজলুল হক মিলন, শামা ওবায়েদ ও জহির উদ্দিন স্বপন (ফাইল ছবি)

কাছাকাছি সময়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় তিনজন নেতা। সবশেষ শনিবার কোভিড-১৯ পজিটিভ এসেছে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের।

এর আগে সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন আরেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। গত ২৯ অক্টোবর থেকে তারা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এছাড়াও শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের।

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুও অসুস্থ ছিলেন। তবে এখন অনেকটা সুস্থ হয়ে বাসায় আছেন।

বিএনপি নেতাদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি ঢাকা টাইমসকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা শিথিলতা চলে এলেও দেশে মহামারি করোনার সংক্রমণ বেড়েই চলছে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতো রাজনীতিবিদরাও অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন। অনেকে মারাও গেছেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
‘শাপলা’ না রাখার ব্যাখ্যা দিল ইসি, কোন ১১৫টি প্রতীক চূড়ান্ত তালিকায়
প্রধান বিচারপতি নিয়োগসংক্রান্ত দুই বিষয়ে ঐকমত্য: আলী রীয়াজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা